Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মার্চ ২০২২

ঐতিহাসিক ৭ই মার্চ, ২০২২


প্রকাশন তারিখ : 2022-03-07
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম-“
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা’র তাৎপর্যপূর্ণ দিন ৭ মার্চ ১৯৭১। মুক্তিকামী বাঙালি জাতিকে মুক্তির বাণী শোনানোর দিন। ১৯৭১ সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছিলেন।
বঙ্গবন্ধু’র এ ঐতিহাসিক ভাষণে উজ্জীবিত বাঙ্গালী চূড়ান্ত লড়াইয়ে পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছে বাংলার স্বাধীনতা।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ধারাবাহিক সংগ্রামে ৭ মার্চ এক অনন্য দিন।