Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২২

বিভিন্ন রাবার বাগান টেপারদের "যথাযথ পদ্ধতিতে গ্রাফটিং, ট্যাপিং, ল্যাটেক্স সংগ্রহ ও নার্সারি ব্যবস্থাপনা" শীর্ষক প্রশিক্ষণ আয়োজন


প্রকাশন তারিখ : 2022-03-09
বাংলাদেশ রাবার বোর্ডের আয়োজনে লামা, বান্দরবানের ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন রাবার বাগান টেপারদের "যথাযথ পদ্ধতিতে গ্রাফটিং, ট্যাপিং, ল্যাটেক্স সংগ্রহ ও নার্সারি ব্যবস্থাপনা" শীর্ষক একটি প্রশিক্ষণ ০৮/০৩/২০২২ হতে ০৯/০৩/২০২২ তারিখ পর্যন্ত ০২ দিনব্যাপী আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে উপদেষ্টা হিসেবে আছেন রাবার বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দা সারওয়ার জাহান (অতিরিক্ত সচিব) মহোদয়, কোর্স পরিচালক ছিলেন জনাব বিদর্শী সম্বৌধি চাকমা, সচিব (অ.দা.) ও উপপরিচালক (প্রশিক্ষণ) এবং কোর্স সমন্বয়ক ছিলেন জনাব তাহমিনা আফরোজ ভূঁইয়া, সহকারী পরিচালক (প্রশিক্ষণ)। দুই দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।