০৯ থেকে ১১ জানুয়ারী ২০২৩ পর্যন্ত, বাংলাদেশ রাবার বোর্ডের উদ্যোগে বিভিন্ন রাবার বাগান মালিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রাবার বোর্ডের সম্মেলন কক্ষে বিভিন্ন রাবার বাগান মালিকদের আধুনিক পদ্ধতি উন্নতমানের রাবার চাষ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের সাথে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্সের পরিচালক জনাব বিদর্শী সম্বৌধি চাকমা (সিনিয়র সহকারী সচিব), উপ-পরিচালক (প্রশিক্ষণ), বাংলাদেশ রাবার বোর্ড; কোর্স সমন্বয়কারীরা ছিলেন জনাব রিফাত আসমা (সিনিয়র সহকারী সচিব), সহকারী পরিচালক, বাংলাদেশ রাবার বোর্ড; এবং প্রশিক্ষণ পরিচালনা করেন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহাান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ রাবার বোর্ড।